ঈদ কে মাথায় রেখে কি চুপ ছিলেন? নাকি রাজ্যপাল কে আটকানোর আর কোনো রাস্তা ছিলোনা!

আগেই কিছু নেগেটিভ ভাবার ইচ্ছে আমার নেই। তবুও যেকোনো জিনিষেরই বিচার্য্য বিষয় হয় কোনো ব্যক্তিবিশেষের অতীত কার্য্যবলী দেখে। খুব rare case এ এর উত্তরণ বা অবনমন ঘটে না….
বর্তমান লকডাউনের প্রেক্ষিতে আমার ভাবনা ও কিছু পোষ্টে দেখা….
এর উলটো দিক গুলো নিয়ে উত্তর চলতে পারে,আক্রমণ নয়।

দেশে লকডাউন আটকানোর জন্য যার প্রবল তৎপরতা(সবার মনে আছে, আমার মনগড়া তথ্য নয়) হঠাৎ কি কারণে আজ লকডাউনের প্রয়োজনীয়তা অনুভূত হলো? কেবলমাত্র এই ভাইরাসের বিপদের কথা মাথায় রেখে? যদি তাই হয়, সাধুবাদ। ধরে নিচ্ছি দিন ‘আনি দিন খাই’ মানুষের কথা উনি ভুলে যান নি।

প্রশ্ন থেকে যাচ্ছে আরো দিন 5/7 আগেও করা যেতো। নির্বাচন এর পরে কিছুদিন ছাড়তেই হতো না না কারণে।
তবে কি উনি
🚫 ঈদ কে মাথায় রেখে কি চুপ ছিলেন? মানুষ মরার থেকেও এই উৎসব পালন more important-ওনার কাছে। কৃতজ্ঞতার উপহার বলে তো একটা ব্যাপার আছে।
🚫 যতদূর জানি এই লকডাউনের খবর খুব সম্প্রতি দেওয়া হয়েছে,2য় সম্ভাব্য কারণ কি
রাজ্যপাল কে
আটকানোর আর কোনো রাস্তা ছিলোনা!!
অবশেষে……….
🚫ভাতৃ বিয়োগের কাজকর্ম পরিচালনা?
বিস্তারিত আলোচনা সম্ভব নয় স্বাভাবিক কারণেই, গণতন্ত্র কথাটা বলার জন্য, এটা WB এ বিলুপ্তির পথে কদম কদম পা বাড়াচ্ছে
🚫সেন্ট্রাল টিমের গতিপথ আটকে দেওয়া?
🚫এফেক্টেড অঞ্চলগুলো (বলতে মার খাওয়া জনতার কথা বলছি)তে সকলের প্রবেশ নিষিদ্ধ করার জন্য
🚫 হিংসা আরো ও বাড়বে যা সকলের কাছে গোপন থাকবে কারণ মিডিয়া এগুলোর প্রচার করবে না স্বতঃসিদ্ধভাবেই
🚫মানুষ একজায়গা থেকে আরেক জায়গায় পালাতে পারবে না-না নিরাপদ আত্মীয়ের বাড়ি না আসামে….তাই পরে পরে মার খাবে….
🚫পঞ্চায়েত ভোটের কাজ লোকডাউনে খানিক এগিয়ে রাখা…
তাই এর মধ্যে যতই ভালো র গুলতানি ছড়ানো হোক,যতই সরকারি বা বেসরকারি কর্মচারীরা কাজ করতে হবে না ভেবে উদ্বাহু নৃত্য করুন, অনেক সুস্থ বুদ্ধিসম্পন্ন লোক ও কিন্তু এর মধ্যে কিছু ষড়যন্ত্র এর ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। যারা অন্ধ তারা তো কিছু দেখতে পান না বা যারা লাভের তালিকায়…তাই তারা এই পোষ্টের আওতায় অবশ্যই পরেন না…….
সচেতন হয়েও কোনো লাভ নেই যেখানে নিজের মতামত প্রকাশ করাটাই বিপজ্জনক হয়ে উঠেছে বিষ না ছড়ালে ও🙏🏼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.