চেনেন এই শিখ ভদ্রলোককে , চেনেন না নিশ্চয়ই নিন আমি চিনিয়ে দিচ্ছি ………
নাম শোভা সিং ।।
বিখ্যাত লেখক খুশবন্ত সিং এর বাবা । একটা মহৎ কাজ করেছিলেন ইনি । ইনি #ভগৎসিং এর বিরুদ্ধে মামলার সাক্ষ্য দিয়েছিলেন, যার ফলে #ভগৎসিং এর ফাঁসি হয়। এবার চিনলেন তো এই দেশ দ্রোহী কে ??
বৃটিশ সরকার এর জন্য তাকে Sir উপাধি দিয়েছিল। পরবর্তী সময়ে স্বাধীন ভারতের #কংগ্রেস সরকার শোভা সিং কে পদ্মশ্রী পুরস্কারে বিভূষিত করে ছিলো ।
কিন্তু কেনো দিয়েছিলো ?? দেশের প্রতি তো এর কোনো যোগদান ই ছিলো না ।
তাহলে ???
ভগৎ সিংকে কিন্তু স্বাধীন ভারত সরকার কোন মরণোত্তর পুরস্কার দেয় নি। ওঁর মা মারা গিয়েছিলেন ধানের ক্ষেতে কর্মরত অবস্থায়।
স্বাধীনতা দিবস তো তাই এমনি আপনাদের জানালাম, আমার তেমন কোন উদ্দেশ্য নেই কিন্তু ………
2021-08-15