জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল কারা? খুঁজে বের করতে কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলের প্রায় ৬০ জায়গায় একযোগে হানা দিল এনআইএ। সন্দেহভাজন আইসিস সমর্থক বা আইসিস সংগঠনের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের ‘ক্র্যাকডাউন’ করতেই এই অনুসন্ধান।
বুধবার সকালে প্রথমে তামিলনাড়ুতে তল্লাশি অভিযান শুরু হয়। পরে কেরল ও কর্নাটকেও একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনআইএ। গত বছরের শেষভাগে কোয়েম্বাটোরে একটি গাড়িতে এবং মেঙ্গালুরুতে অটোয় যে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তাতে সন্ত্রাসবাদ যোগ পাওয়া গিয়েছিল। সেই ঘটনাতেই সম্প্রতি জানা যায়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইসিস হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে।
এদিকে নভেম্বরে এক শনিবার রাতে ম্যাঙ্গালুরুতে এক চলন্ত অটোতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন অটোচালক ও অটোর যাত্রী। পরে তদন্তে জানা যায়, অটো রিক্সায় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত শরিক অন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের দ্বারা প্রভাবিত। পুলিশ জানিয়েছে, বোমা বাঁধত শরিক। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির জন্য ব্যবহৃত সরঞ্জাম। জানা যায়, এই বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তের নাম অন্যান্য মামলাতেও জড়িয়েছে।