নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে গোলমাল সোমবার সকাল থেকে সংবাদশীর্ষে। এদিন করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিপুলখোলা
এলাকায় রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকি একটি ঝোপে তাঁকে ফেলে দিয়ে পদাঘাত করতেও দেখা গেছে টিভি ক্যামেরায়। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী।
এর পরেই এই ঘটনা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি। জয়প্রকাশের আক্রান্ত হওয়ার গোটা ঘটনার ভিডিও সামনে এসেছে। আর তাতেই স্পষ্ট হয়েছে কে বা কারা আক্রমণ চালিয়েছে।
ইতিমধ্যেই অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করে শাস্তির দাবি তুলেছে বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় টুইটারে সেই ভিডিও প্রকাশ করে ঘটনার নিন্দা করেছেন। একই সঙ্গে যার লাথির আঘাতে বিজেপি প্রার্থী ঝোপে পড়ে যান তার ছবিও আলাদা করে চিহ্নিত করেছেন।
বিজেপির দাবি, আক্রমণকারীরা সকলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারী। যে লাথি মেরেছে তার নাম তারেকুল শেখ। এছাড়াও আক্রমণকারীরা হল হাবিবুর রহমান বিশ্বাস, কামালুদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস। ইতিমধ্যেই পুলিশ ওই আক্রমণের তদন্তে নেমেছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের দাবি, আক্রমণকারীদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছে।