বাংলাদেশিতে ভরে গেছে রাজধানী দিল্লী।
দিল্লীর (Delhi) একটি শুট আউট কেসের ব্যাপারে তদন্ত করতে ও একই সাথে দুষ্কৃতীকে গ্রেফতার করতে দিল্লী পুলিশের একটি দল অভিযান চালায় দিল্লির সীমাপুরি সাহাদরার বাংলাদেশী বস্তিতে।
কিন্তু বস্তিতে ঢোকা তো দূর অস্ত , কিছুক্ষন জিজ্ঞাসাবাদ করার পরেই বিপদ বুঝতে পারে দিল্লী পুলিশের ওই দলটি।
পুলিশের দলটিকে ঘিরে ফেলে তারা, চলে ইট বৃষ্টি, কিন্তু এতেও দিল্লী পুলিশের ওই দলটি না চলে যাওয়ায় এবার বস্তির লোকেরা আক্রমণ চালায় তরোয়াল নিয়ে।
কোনো অনুনয় বিনয়ে কাজ হয়নি , তাই পত্রপাঠ বিদায় নিতে হয় দিল্লী পুলিশের ওই দলকে।
তবে পালাতে গিয়েও অন্তত পাঁচ জন পুলিশ কর্মী আহত হয় বাংলাদেশী বস্তির মুসলিমদের হাতে।
তবে দুই ঘন্টার মধ্যেই বিশাল বড় ফোর্স নিয়ে হাজির হয় দিল্লী পুলিশের আরেকটি টীম।
এবার আর প্রতিরোধ দেখাবার সুযোগ পাইনি তারা, গ্রেফতার করা হয় দুই বাংলাদেশী মহিলা সহ নয় জনকে।
পুলিশের বক্তব্য , দিল্লির বাংলাদেশী বস্তি এখন শুধুমাত্র সমাজবিরোধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে তা নয় , এইখানে জিহাদিদের বিস্তর আনাগোনা লেগেই আছে।
সূত্রের খবর , এই বাংলাদেশি পটটি বা বস্তি থেকেই নাগরিকত্ব আইন (C A A) বিরোধী ব্যাপক প্রচার করা হয়েছিল , চলেছিল প্রচুর পিকেটিং , মিটিং , মিছিল ও অবরোধ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক বড় কর্তার মতে , বাংলাদেশী বস্তির মতো এখন এই প্রকার প্রচুর ” মুসলিম নো গো জোন “(Muslim No Go Zone) তৈরী হয়ে গিয়েছে খোদ রাজধানী দিল্লীতে , হ্যা কিছু তথাকথিত ” সেক্যুলার ” রাজনৈতিক দলের বদান্যতায়।