বৈধ নথিপত্র না থাকায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল হাওড়ার দাশনগর থানার পুলিশ। পেশায় ওই যুবক ছাতা সারাইয়ের মিস্ত্রি বলে জানা গিয়েছে। ধৃতের নাম, ইসরাফুল মাতব্বর (৩২)৷
পুলিশের দাবি, কয়েকদিন ধরে এলাকায় সন্দেহজনকভাবে একজন যুবক ঘোরাঘুরি করছে৷ সোর্স মারফৎ এই খবর পাওয়ার পর নড়ে চড়ে বসে দাশনগর থানার পুলিশ৷ এরপর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ইসরাফুলকে আটক করে পুলিশ৷ চলে দফায় দফায় পুলিশি জেরা৷ জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত৷
পুলিশকে সে জানায়, বাংলাদেশের ফরিদপুর জেলার নাগরাকান্ডা থানার নিকোরাতি গ্রামের বাসিন্দা। পেটের টানে ওপার থেকে এদেশে চলে আসে বলে দাবি৷ কিন্তু অভিযুক্তের কাছে ছিল না কোনও বৈধ নথিপত্র৷ এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশের এক কর্তা বলেন, ‘‘ছাতা সারাইয়ের মিস্ত্রি সেজে অভিযুক্ত যে এলাকার ‘রেকি’ (হামলার আগে জায়গা চিহ্নিত করা) করছিল না, তার গ্যারেন্টি কোথায়? ওই যুবকের আচার, আচরণ সন্দেহজনক, এবিষয়ে নিশ্চিত হওয়ার পরই তাকে আটক করা হয়৷ নিজেকে বাংলাদেশি বললেও কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি৷ অভিযুক্তকে হেফাজতে রেখে জেরা চলছে৷ যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ পুলিশের সঙ্গে৷’’
বেআইনি অনুপ্রবেশের সংখ্যা যে বাড়ছে, তা এঘটনা থেকেই স্পষ্ট বলে মত ওই পুলিশ কর্তারা৷ তিনি বলেন, ‘‘সীমান্ত ঘেঁষা বা কলকাতা লাগোয়া জেলাগুলোর থানায় খোঁজ করলে এমন প্রচুর বেআইনি অনুপ্রবেশকারীর খোঁজ মিলবে৷ কিন্তু রাজনৈতিক নেতাদের মদতে বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না৷’’