বুলডোজার’ পদক্ষেপের পর এবার যোগী সরকারের মাদ্রাসা পদক্ষেপ। কিছুদিন আগে বুলডোজারের জেরে শিরোনামে ছিল উত্তরপ্রদেশ সরকার। এবার, বিভিন্ন মাদ্রাসা কোথা থেকে ফান্ডিং পায় সেই খোঁজই নিতে চলেছ যোগী সরকার।
সূত্রের খবর অনুযায়ী, যোগী সরকারের তরফে একটি সার্ভে শুরু করা হবে। এই সার্ভের মাধ্যমেই উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলির বিষয়ে বিভিন্ন প্রকারের তথ্য সংগ্রহ করা হবে। এই সার্ভেতে মূলত জিজ্ঞাসা করা হবে যে, সমস্ত মাদ্রাসার পরিচালক কারা এবং ঠিক কোথা থেকে অনুদান পায় মাদ্রাসাগুলো। একইসঙ্গে এও জানা হবে যে, মাদ্রাসাগুলো কোন কোন সংস্থার সঙ্গে যুক্ত।
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেদ জানান, “উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সার্ভে অভিযান শুরু হবে। এই সার্ভেতে উল্লেখ থাকবে প্রত্যেকটি মাদ্রাসা কোন সংস্থা থেকে অনুদান পায় এবং এর পরিচালন সমিতিতে কারা কারা আছেন”। তিনি আরও বলেন, “তাছড়া কোন কোন সংস্থা নাম মাদ্রাসার সঙ্গে জড়িত এবং কিভাবে সেই সংস্থাগুলি মাদ্রাসাকে সমর্থন করেন সেগুলি জানা হবে। এরই সঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিটির নতুন নিয়মাবলিও জনসমক্ষে নিয়ে আসা হবে”।
2022-07-20