কোচবিহারের বাংলাদেশ সীমান্তের মাথাভাঙা ব্লক ১ এর শিকারপুর গ্রামপঞ্চায়েত এর অধীনে আছে সাত গ্রাম মানবাড়ি অঞ্চল যেখানে রয়েছে প্রচুর ভুট্টার খেত।
কিন্তু এইখানে একটাই মুশকিল , বাংলার এই চাষিদের একটা চাষের বড়ো অংশের জমি আছে বাংলাদেশ সীমান্তের ওপারে। প্রথা অনুযায়ী ভারত তথা পশ্চিম বাংলার চাষিরা বৈধ কাগজ পত্র বি এস এফ কে জমা দিয়ে ওই পারে অর্থাৎ বাংলাদেশ সীমান্তে চাষ করে আবার এই পারে চলে আসে।
এটাই হয়ে এসেছে এতদিন, কিন্তু গতকাল ঘটে বিপত্তি। এপারের চাষিরা ওপারের সীমান্তে চাষ করতে গিয়ে দেখেন যে তাদের গোটা ভুট্টার ক্ষেত জ্বালিয়ে দিয়েছে ওপারের অর্থাৎ বাংলাদেশের চাষিরা।
সূত্রের খবর , চাষিরা বি এস এফের কাছে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে লিখিত ভাবে। পঞ্চায়েত প্রধানের সই সহ বিষয়টি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর নজরেও আনা হয়েছে এবং বি এস এফ ইতিমধ্যেই পুরো ব্যাপারটি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে লিখিত ভাবে জানিয়েছে।
বি জি বির এর পক্ষ থেকে এই ঘটনার পরিপেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হলেও সীমান্ত এলাকায় বাংলাদেশিদের বিভিন্ন ধরণের অপরাধ মূলক কার্যকলাপে সায় দেয়ার অভিযোগ রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে।