স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল সেমেস্টারের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটাল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। লকডাউন ওঠার একমাসের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তরের পর্যায়ের ফাইনাল সেমেস্টারের পরীক্ষাগুলি নেওয়া হবে। সংক্রমণের সম্ভাবনা এড়াতে হোম সেন্টারেই হতে পারে এই পরীক্ষা। এমনকী, লকডাউন চলাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সংগ্রহ বিনামূল্যে পড়তে পারবেন সকলে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের https://www.culibrary.ac.in মাধ্যমে এই বইগুলি পড়া যাবে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
দেশজুড়ে করোনা সংক্র্মণে লাগাম পড়াতে একটানা প্রায় ৫০ দিন ধরে লকডাউন চলছে। যার ফলে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অনলাইন ক্লাস চলছে ঠিকই, কিন্তু পরীক্ষা কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। লকডাউন ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, স্নাতক বা স্নাতকোত্তরের বিভিন্ন সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা ছাড়াই পরের সেমেস্টারে উত্তীর্ণ করে দেওয়া হবে। শুধু ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু কবে সেই পরীক্ষা গ্রহণ হবে, তা নিয়ে ধোঁয়াশা থাকছিল।
দিন কয়েক আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Perth Chatterjee) সঙ্গে ভিভিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তখনই শিক্ষামন্ত্রী জানিয়েছিলে্ন, লকডাউন ওঠার একমাসের মধ্যেই পরীক্ষা নিতে হবে। সেই কথা মাথায় রেখেই এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, লকডাউন উঠে যাওয়ার দশদিনের মধ্যে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কলেজ চত্বর স্যানিটাইজ করতে হবে। পাশাপাশি এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।
এদিন আরও একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা বিশ্ববিদ্যালয়। যেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে থাকা বইগুলি ডিজিটালাইড করা হয়েছে। ফলে অনলাইনে সেই বইগুলি বিশ্বের যে কোনও প্রান্ত থেকে পড়া সম্ভব হবে। বিনামূল্যে বইগুলো পড়া যাবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।