কংগ্রেসে ভাঙন ধরেছে। তার মধ্যে রাহুল গান্ধী একের পর এক বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি, তাঁকে দেখা গিয়েছিল নেপালের একটি নাইট ক্লাবে। সেই ছবি ভাইরাল হতেই জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল উঠেছিল। এরই মধ্যে ফের নতুন বিতর্কে নাম জড়াল রাহুল গান্ধীর। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে রাহুল গান্ধীর। সেই ভিডিওতে দেখা গিয়েছে, রাহুল গান্ধী নিজেই জানেন না তিনি সভায় কী বলবেন। ভিডিওটি মাত্র ১৭ সেকেন্ডের। সেই ভিডিওতে দেখা গিয়েছে, রাহুল গান্ধী বসে রয়েছেন অন্যান্য দলীয় নেতাদের সঙ্গে।
রাহুল অন্যান্য নেতাদের জিজ্ঞাসা করছেন, ‘আজকের আলোচনার বিষয় কী? আমাকে এগজ্যাক্টলি কী বলতে হবে? ‘ এই ভিডিওটিকে ঘিরে বিজেপি নেতা তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য রাহুল গান্ধীকে নিশানা করে আক্রমণ করেছেন। উল্লেখ্য, শুক্রবার রাহুল গান্ধী দু’দিনের কর্মসূচিতে গিয়েছেন তেলেঙ্গানায়। সেখানে রাহুল গান্ধীর সভা করার কথা রয়েছে, ওয়ারাঙালের কৃষকদের যাবতীয় সমস্যা নিয়ে। এদিকে ভিডিও সামনে আসতেই বিরোধীদের বিদ্রুপ শুরু হয়েছে। বিরোধীদের বক্তব্য, দলীয় কর্মসূচিতে রাহুল গান্ধী পৌঁছে গেলেও আদতে রাহুল জানেন না, অনুষ্ঠানে কী বলতে হবে।
অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, রাহুল গান্ধী কৃষকদের সমর্থনে তেলেঙ্গানায় গিয়েছেন একটি কর্মসূচিতে যোগদান করতে। এদিকে, অনুষ্ঠানের আগে তিনি দলীয় নেতাদের প্রশ্ন করছেন, অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে। আমাকে কী বলতে হবে। রাহুলকে কটাক্ষ করে অমিত মালব্য আরও জানিয়েছেন যে, এই সবকিছু আরও বেশি হয় যখন কেউ নিজের বিদেশ সফর ও নাইট ক্লাবের মধ্যেখানে রাজনীতি করেন।