“বর্তমান” লিখল – দুয়ারে রেশনের সূচনায় কর্মসংস্থান ৪২ হাজার ।
“এই সময়” লিখল – ৪২ হাজার কর্মসংস্থানের পথ দেখিয়ে শুরু হল দুয়ারে রেশন ।
দুটো কাগজের মধ্যে দালালির প্রতিযোগিতা । নবান্ন থেকে বিজ্ঞাপন ছিনিয়ে আনার লড়াই । কে বেশি তেল মেরে কে বেশী কাছে যাবে তার লড়াই ।
আনন্দবাজার একটু বুদ্ধিমান । হেডলাইনে টুইস্ট – দুয়ারে রেশন : ডিলারদের আরও সুবিধে ।
পরে যাতে গাল খেতে না হয় তার চেষ্টা । বাস্তবতা টা ঠিক কি ? ৪২ হাজারের নতুন কাজ হবে ? সম্ভব ? একটু চোখ বোলাই রিয়ালিটিতে ।
২১ হাজার দোকান রাজ্যে । এভারেজ চার হাজার রেশন কার্ড তাদের কাছে । তিন হাজার অরিজিনাল, এক হাজার জল । অর্থাৎ কেউ রেশন তোলে না এতে । এটাই রেশন দোকানগুলোর নিশ্বাস নেওয়ার জায়গা । সে কথা থাক ।
প্রতিটি রেশন দোকানে তিন হাজার গ্রাহককে পরিষেবা দেওয়ার জন্য কম বেশি দু থেকে তিনজন কর্মী থাকে যাঁদের মাইনে মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা । এখন নতুন নিয়মে সোমবার রেশন দোকান বন্ধ থাকবে । শনি ও রবিবার দোকান থেকে রেশন বণ্টন হবে । মঙ্গল থেকে শুক্রবার পাড়ার মোড়ে দাঁড়িয়ে রেশন বণ্টন হবে । এই বণ্টনের জন্য রেশন দোকানের মালিক দু জন লোক রাখতে পারবে যার জন্য প্রত্যেককে ৫ হাজার দেবে সরকার, বাকি ৫ হাজার দিতে হবে মালিককে । এখন প্রশ্ন হল দোকানে বসে যে সব কর্মচারী এতদিন রেশন দিতেন তাঁরা যাবেন কোথায় মঙ্গল থেকে শনিবার ? কোথাও যাবেন না, এঁরাই পাড়ার মোড়ে দাঁড়িয়ে বণ্টনে থাকবেন । অধিকাংশ মালিক এঁদেরই টাকাটা দেবেন ।
তাহলে ৪২ হাজার চাকরি ? ২১ হাজার দোকানে ? তার কি হবে ?
হিসেবে চোখ রাখুন । একটা গাড়ি ডিলার কিনলে তার দাম হবে ৬ লাখ । মাসে ই এম আই ১৫ হাজার । ড্রাইভারকে দিতে হবে ১২ হাজার । তেল maintenance আরও ১২ হাজার মাসে, হেল্পার / লোডার চার হাজার । দুজন পুরানো লোক,দুজন নতুন লোক মিলিয়ে খরচা মাসে প্রায় ৮০ হাজার । সরকার ১ লাখ দেবে একবার গাড়ির জন্য । আর দুজন নতুন স্টাফের জন্য ১০ হাজার । যার হিসেব করলে দাঁড়ায় মাসে প্রায় ৮০ হাজার খরচ । সরকার দেবে ১৮ হাজার । ডিলারের এইসব বাবদ খরচ হবে ৬২ হাজার ।
ডিলারের আয় হবে কত ? যদি মাসে ৪০০ কুইন্টাল চাল গম বিক্রি হয় সেই বাবদ ডিলার পাবেন (৪০০×১৫০ = ৬০ হাজার টাকা ) । এছাড়া দোকানের ইলেকট্রিসিটি এবং অন্যান্য খরচ আলাদা ।
ডিলার চালাবেন কি করে দোকান ? প্রথম যেটা করবেন নিজেদের এক্সিস্টিং কর্মচারীদের দিয়েই চালাবেন তাঁরা দুয়ারে রেশন । তাহলে নতুন কর্মসংস্থান ? কিভাবে হবে ?
সিম্পলি হবে না । পুরানো যেখানে পারবে না সেখানে নতুন কিছু লোক হয়তো করবে । সেটা কিছুতেই হাজার হাজার নয় যা বলছে বর্তমান কিম্বা এই সময় ।
গল্পের শেষ এখানে নয় । অনেক কাহিনী । লিখব ধারাবাহিক রেশন নিয়ে । এখানেই । এই দেওয়ালে । চোখ রাখবেন । মিলিয়ে নেবেন ঠিক লিখলাম কি না ।
সন্ময় বন্দ্যোপাধ্যায় (৯৮৩৪২৬০৭৮)