মাদ্রাসায় কী কী বিষয় পড়ানো হচ্ছে তা খতিয়ে দেখা হবে যোগী রাজ্যে। দেখা হবে প্রত্যেকটি মাদ্রাসা কী কী বিষয়ের পাঠ্যপুস্তক ছাত্রদের বিতরণ করেছে। শিক্ষা দফতরের আধিকারিক ডাঃ পবন কুমার সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।
কোন কোন বিষয়ে পাঠ্যপুস্তক বিলি করা হয়, এবং সেগুলি কী কী ভাষায়। এছাড়া উর্দু ভাষায় কতগুলি পাঠ্যপুস্তক বিতরণ করা হয় তাও সমীক্ষা করে দেখা হবে বলে জানা যাচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহতেই এই বিষয়ক নির্দেশ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে সরকারি তরফে জানা যাচ্ছে।
আগেই সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ধর্মপাল সিং মাদ্রাসাগুলিকে নির্দেশ দেন তাদের বিতরণ করা পুস্তকে বদল আনতে হবে। আরও বলা হয়, সমস্ত ছাত্রের অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই টাকা দিয়ে তাঁরা বাজার থেকে এনসিইআরটির পাঠ্যপুস্তক কিনতে পারবেন।