সীমিত ওভারের সাফল্য ঝেড়ে ফেলে টেস্টে ওপেন করতে নেমে ব্যাটে প্রথম দুই ইনিংসে জোড়া শতরান রোহিতের। যার সুবাদে ঘরের মাঠে ভাইজ্যাক টেস্টে অনায়াসে ম্যাচ জিতে নিয়েছে ভারত। এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে কোহলিরা। শুধু দুই ইনিংসে শতরানই নয়, ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন হিটম্যান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক ১৩টি ছক্কা হাঁকানো থেকে প্রথম টেস্ট ওপেনার হিসেবে প্রথম দুই ইনিংসে জোড়া শতরান হাঁকানোর রেকর্ড! ভাইজ্যাক টেস্ট থেকে এমন একাধিক কীর্তি গড়েছেন হিটম্যান। দুই ইনিংসে রোহিতের সংগ্রহ যথাক্রমে ১৭৬ ও ১২৭ রান।
হিটম্যানের মেগা ইনিংস দেখে মুগ্ধ সেহওয়াগ টুইটে লিখেছেন, ‘রোহিতের কেরিয়ারে সেরা টেস্ট ম্যাচ হয়ে থাকবে।টেস্ট ওপেনার হিসেবে স্বপ্নের অভিষেক। ভারতের দারুণ জয়। মায়াঙ্ক-শামি-পূজারা-অশ্বিনদের অবদানও ভোলার নয়। ‘
ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা।১-০ এগিয়ে গেল ভারত। দারুণ জয়।
মহম্মদ শামির প্রশংসা করে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং লিখেছেন, ‘ভয়ংকর শামি। প্রথম টেস্টে ভারতের জয়ে অনেক শুভেচ্ছা।’ প্রসঙ্গত ভাইজ্যাক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস নামান শামি।