এ আমরা কোন দেশে আছি?
আমাদের পূর্বপুরুষ চোদ্দো পুরুষের ভিটা ছেড়েছে শুধু মাত্র ধর্মরক্ষার জন্য l একটা ছোট আপস করে ধৰ্ম পরিবর্তন করলে সেই দিন ঘর বাড়ী সম্পত্তি চাকরি সব থেকে যেত l কিন্তু লক্ষ লক্ষ মানুষ শুধু ধর্ম বাঁচাতে সব ত্যাগ করেছে মাত্র ৭৫ বছর আগে l আর আজ এদেশেও দূর্গা মন্দির বন্ধ? গতকাল সারা ইউরোপ এবং আমেরিকায় একটা চার্চ দেখাতে পারবে কেউ যা বন্ধ ছিল? উত্তরপ্রদেশ ছেড়ে দিলাম, রাজস্থান, কর্ণাটক বা তামিলনাড়ুতে কেউ সাহস পাবে? প্রশাসনে কতটা দখল থাকলে এই কাজ এঁরা করতে পারে l বিরোধীনেতা শুভেন্দুবাবুর টুইট পড়ে মুখ্য সচিব দূর্গা মন্দিরকে মুক্ত করার নির্দেশ দেন l
বাঙালী হিন্দু জাতির কপালে অনেক দুঃখ অপেক্ষা করছে আগামী দিনে l রাজ্য ২৭% OBC কোটা থেকে বঞ্চিত হচ্ছে গত ত্রিশ বছর l গত ১০ বছর ৯০% সংখ্যালঘুদের OBC র আওতায় আনা হয়েছে এবং বঞ্চিত হয়েছে বাঙালী হিন্দুরা, যাদের আজও ওবিসি হিসেবে মানছে না রাজ্য সরকার l এই বছরও প্রতিটি মেডিকেল কলেজে এঁরাই সংখ্যাগুরু l এই ওবিসিরা যদি NEET বা JEE র মত সিভিল সার্ভিস পাশ করা শুরু করে এবং পশ্চিমবঙ্গ ক্যাডার দখল শুরু করে, আগামী দেড় দশকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে সবাইকেl সিন্ধিদের মত আমরাও শেষ ভিটা হারাবো l
সুদীপ্ত গুহ