পশ্চিমবঙ্গ কার্যত চিনের নাগরিক থেকে জেএমবি–আল কায়দা জঙ্গি—বাংলাদেশী অনুপ্রবেশকারী সবারই অবাধ বিচরণক্ষেত্র হয়ে উঠেছে। গত তিন মাসে অন্তত ডজনের কাছাকাছি বেআইনি অনুপ্রবেশকারীর সন্ধান পাওয়া গেছে। কেউ সবজি ব্যবসায়ী সেজে কেউবা মিস্ত্রি সেজে আবার কেউবা কেতাদুরস্ত ইঞ্জিনিয়ার সেজে—কিন্তু নিরাপত্তা হীনতা নিয়ে বাঁচতে হচ্ছে জনসাধারণের।
এবার গ্রেফতার হলো এক বাংলাদেশী অনুপ্রবেশকারী ভাতার বাজার থেকে। তার রাজ্যে আসার পেছনে কি দুরভিসন্ধি ছিল তা জানার জন্য তদন্ত চলছে। সূত্রের খবর, বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এই অনুপ্রবেশকারী ।
পুলিশের টীম এলাকায় কেউ মাস্ক পরছে কিনা তারই রুটিন নজরদারি চালাতে গিয়েই পাকড়াও করে ওই ব্যক্তিকে। তখন কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে পড়ে লাল গেঞ্জি ও লুঙ্গি পরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো ওসমান আলী। তার অসংলগ্ন কথাবার্তায় বেরিয়ে আসে অনুপ্রবেশ করার বিষয়টি এবং সঙ্গে সঙ্গে অনুপ্রবেশ আইনে গ্রেফতার করা হয় তাকে।
সে জানায় বাংলাদেশের খুলনা জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামে বাড়ি তার। কি করে সে বাংলাদেশ থেকে ভাতারে এসেছে, সে কি জে এম বির এজেন্ট কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।