গতকাল আমেরিকার স্বাধীনতা দিবস ছিল…যে স্বাধীনতা দিবস তাঁরা খুব ধুম ধাম করে পালন করলেন।
মূলের আমেরিকার অধিবাসীরা আর নেই…বর্তমান সুখী জনগণ তাদের প্রাক্তন প্রভুদের।
রীতি, রেওয়াজ, ভাষা, খাদ্যাভ্যাস, ধর্ম, অর্থনৈতিক ব্যবস্থা, সৃষ্টি, কৃষ্টি ইত্যাদি যাবতীয় সাংস্কৃতিক উপাদানের হুবহু নকল করে…
একটি বিশাল “স্বাধীনতা” দিবস পালন করলেন।
আমরা, ভারতীয়রা তা করি না। আমরা আমাদের উপরের কোনকিছুই সম্পূর্ণ বিস্মৃত হইনি।
যে কারণের জন্য, যাঁদের জন্য
“আমরা”…
ইন্ডিক সভ্যতার উত্তরপুরুষেরা, পেগান সভ্যতাদিগের শেষ আরতির শিখারা
আমাদের মূল ভুলিনি তাঁদের একজনের তিরোধান দিবস ছিল গতকালই…তথাকথিত আমেরিকানদের তথাকথিত স্বাধীনতা দিবসের সাথে একইদিনে।
স্মরণ করি শ্রদ্ধায়।
সোম প্রকাশ বেরা