কংগ্রেসের এক বিধায়কের মন্তব্যের জেরে বিপাকে এই সর্বভারতীয় দল। কংগ্রেসের এক বিধায়ক মন্তব্য করেছেন যে, গান্ধী পরিবারের নামে কংগ্রেসরা যা কামিয়েছে, তা দিয়ে দুই-তিন প্রজন্মের অভাব হবে না। তিনি মূলত ইডির জজেরারই প্রতিবাদ করতে গিয়ে এমন মন্তব্যটি করলেন যেখানে প্রসঙ্গেই এই মন্তব্যটি করলেন, যার জেরে আরও বিতর্কের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে।
মন্তব্যটি করেছেন কর্নাটক বিধানসভার প্রাক্তন স্পিকার তথা কংগ্রেস নেতা কেআর রমেশ কুমার। তিনি বলেন, “নেহরু-ইন্দিরা গাঁধী-সনিয়া গাঁধীর নামে আমরা অনেক কামিয়েছি। এতটাই যে, আমাদের আগামী তিন চার প্রজন্মের অভাব হবে না”। তিনি আরও বলেন, “আমরা যদি সেই ঋণ শোধ না করি, তবে আশঙ্কা আগামী দিনে আমাদের খাবারে পোকা পড়বে”।
সম্প্রতি সোনিয়া গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদের জবয় তলব করে। এই ঘটনার প্রতিবাদেই কর্ণাটকের কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। আর এই সমাবেশেই বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। যদিও, বিতর্কিত মন্তব্যের জেরে এই প্রথম তাঁর নাম শিরোনামের আসেনি। এর আগেও একবার ধর্ষণ ‘উপভোগ’ করার মন্তব্য তাঁকে বিতর্কের শিরোনামে এনেছিল।
2022-07-24