“চিন আমাদের সাহায্য করেছে,তাই উইঘুর নিয়ে আমরা কোন কথাই বলব না ” বললেন কাশ্মীরের মুসলিম নিয়ে চিন্তিত ইমরান

সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা ভাবে কথা বলার ২৪ঘন্টার মধ্যেই গর্জে উঠল পাক প্রধানমন্ত্রী ইমরান খান | রাষ্ট্রপুঞ্জে আবেদন করলেন কাশ্মীর নিয়ে মার্কিনি মধ্যস্থতার | রাষ্ট্রপুঞ্জের কাছে ইমরানের আবেদন,ভারত সেখানকার সংখ্যালঘু মুসলিমদের উপর জোর করে তাদের শাসন চাপানোর যে চেষ্টা করছে তা অমানবিক | এখনই তার জন্য কোন সম্মুখ সমরে যেতে চায়না পাকিস্তান |

কিন্তু চায় অবিলম্বে দুই দেশের মধ্যে একটি শান্তি আলোচনা হোক | পাশাপাশি ইমরানের দাবি, আফগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে লড়াই করছে | তাই তারা শান্তি প্রস্তাবে তাদেরই হস্তক্ষেপ চেয়েছে |

ভারতের আভ্যন্তরীণ বিষয় কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করতে চাইছে পাকিস্তান,কিন্তু চিনে উইঘুর মুসলমানদের উপর হওয়া এত অত্যাচারের পরও চুপ কেন পাকিস্তান ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ইমরানের জবাব, আমাদের যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল,তখন চিন আমাদের সবরকম সাহায্য করেছিল | তাই চিন সরকার যাই করুক কেন তাদের বিরুদ্ধে কোন বিরোধীতা আমরা করব না |

প্রশ্ন উঠছে তবে পাকিস্তানের মুসলিম দরদ আসল কথা নয় | ভারতে অশান্তি বাঁধিয়ে উন্নতি স্তব্ধ করে দেওয়াই মূল উদ্দেশ্য |কারণ প্রকৃত মুসলিমপ্রেমী হলে তারা চিনে উইঘুরদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হোতো | পাকিস্তানের বিরুদ্ধে বারবার এই কথাই বলতে চেয়েছে ভারত | যে কোন উপায়ে সন্ত্রাসবাদীদের মদত করে উপত্যকা অশান্ত করার পাক প্রচেষ্টার কথা প্রকারান্তরে ইমরান স্বীকার করে নিলেন বলেই মত কূটনীতিবিদদের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.