“আমরা বামপন্থী না দক্ষিনপন্থী নই। আমরা জাতীয়তাবাদী” – আরএসএস
নাগপুরে এক সমাবেশে ভাষণ দিচ্ছেন আরএসএস এর বরিষ্ঠ স্বয়ংসেবক ও সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে, বুধবার, ১ লা ফেব্রুয়ারি জানিয়েছেন যে‚ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ শুধুমাত্র জাতির স্বার্থে কাজ করে।
বিড়লা অডিটোরিয়ামে একাত্ম মানবদর্শন অনুসন্ধান ইভম বিকাশ প্রতিষ্টান আয়োজিত তিন দিন ব্যাপী এক অনুষ্ঠানে তিনি দাবি করেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে বামপন্থী বা দক্ষিনপন্থী কিছুই বলা যায় না‚ বরং তারা হল জাতীয়তাবাদী।
অনুষ্ঠানটিতে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মহেশ চন্দ্র শর্মা, বিরোধীদলীয় নেতা গুলাবচাঁদ কাটারিয়া প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
দত্তাত্রেয় হোসাবলে বলেন যে‚ “ভারতে বসবাসকারী সকল মানুষই হিন্দু কারণ তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন। “তাদের উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু তাদের সবার ডিএনএ একই।” তাঁর মতে
সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই ভারত বিশ্বগুরু হয়ে সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে। তিনি বলেন যে‚ সংঘ ভারতের সব ধর্ম ও সম্প্রদায়কে সমান মনে করে। ‘সাধারণ মানুষ তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে থেকেই সংগঠনের কাজ করতে পারে। সঙ্ঘ অনমনীয় নয়।” তিনি বলেন।
ভারতের সংবিধান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে‚ “একটি ভালো সংবিধানও কিছু করতে পারে না যদি বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিরা খারাপ হয়।”
এছাড়াও‚ আরএসএস যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল তাও বিদেশী সাংবাদিকদের লেখার প্রসঙ্গে দত্তাত্রেয় হোসাবলে উল্লেখ করেন।