মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন কয়েকদিন আগে ভারতে মানবাধিকার রক্ষার ব্যাপারে সওয়াল করেছিলেন। তাও আবার ভারত ও আমেরিকার টু প্লাস টু বৈঠকের পরেই তিনি এই কথাটি বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সামনে প্রকাশ করেন। এবার, মার্কিন বিদেশ সচিবের সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন বিদেশন্ত্রী জয়শঙ্কর।
মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, “ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির দিকে নজর রয়েছে আমেরিকার। কিছু সরকারি আধিকারিক, পুলিশ এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠছে। আমরা নিয়মিত এ বিষয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে কথা বলছি”।
মার্কিন সফরের শেষ দিনে জয়শঙ্কর বলেন, “দেখুন কেউ ভারত সম্পর্কে নিজের মতামত দিতেই পারে। কিন্তু আমাদেরও মতামত আছে। আমরা জানি ওরা একথা কেন বলছে। কোন লবি এবং ভোটব্যাংক রক্ষা করতে এই ধরনের মন্তব্য করা হয়েছে সেসবও আমাদের জানা আছে। আমি আপনাকে বলছি, যখন এ নিয়ে আলোচনার সময় আসবে আমরা মুখ খুলতে পিছপা হব না”।
2022-04-15