গোটা বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ১৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার জনের। ভারতে এখনও পর্যন্ত প্রায় ১৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩ জন। পশ্চিমবঙ্গে ১ জনের দেহে পাওয়া গিয়েছে এই মারণ ভাইরাস। এই পরিস্থিতিতে সরকারের তরফ থেকে সবসময় মাস্ক পড়ার কথা বলা হয়েছে।
তবে এই মাস্ক নিয়েই সামনে আসল এক ভয়ঙ্কর খবর। হাসপাতালের ফেলে দেওয়া সার্জিক্যাল মাস্ক এবং গ্লাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে ইস্ত্রি করে বিক্রি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ঢাকার টঙ্গি এলাকা থেকে ২ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ, তবে মূল অভিযুক্ত এখনও অধরা। টঙ্গি পূর্ব থানা সূত্রের খবর, সম্প্রতি মাস্ক এবং গ্লাভসের চাহিদা বাড়ায় নাসির নামে বছর পঁয়ত্রিশের এক যুবক একটি বাড়ি ভাড়া নিয়ে হাসপাতালের ফেলে দেওয়া মাস্ক এবং গ্লাভস কেচে ফের তা দোকানে বিক্রি করা শুরু করে।
সেজন্য ওই যুবক ঢাকার উত্তরা, টঙ্গী, গাজিপুরের বিভিন্ন হাসপাতাল থেকে ব্যবহৃত মাস্ক এবং গ্লাভস কুড়িয়ে নিয়ে আসত। স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে প্রচুর রক্তমাখা গ্লাভস এবং ব্যবহৃত মাস্ক উদ্ধার হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন কাচার পর মাস্ক ইস্ত্রি করতেন।
তবে পুলিশ আসার খবর পেয়ে মূল অভিযুক্ত নাসির পালিয়ে যায়। জানা গিয়েছে, মূল অভিযুক্ত নাসিরের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। প্রায় ১৫ বছর ধরে ঢাকায় বসবাস করছিলেন তিনি। টঙ্গি পূর্ব থানার ওসি সুব্রত জানিয়েছেন, প্রচুর মাস্ক এবং গ্লাভস বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরার জন্য অভিযান চলছে।