নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে আপাতত ভোটাভুটি স্থগিত রাখল ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট (Europe Union Parliament)। মনে করা হচ্ছে ভোটাভুটি হবে মার্চের শেষ সপ্তাহে। ইউরোপিয়ান পিপল পার্টি গ্রুপ ভোটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল।প্রস্তাবের পক্ষে পড়েছিল ২৭১ টি ভোট বিপক্ষে পড়েছিল ১৯৯টি ভোট। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, নাগরিকত্ব আইন ভারতের আভ্যন্তরীন ব্যাপার।
গনতান্ত্রিক পদ্ধতিতে এই আইন পাশ করা হয়েছে।সরকারের আশা এই আইনের ভাল দিকগুলি বুঝবেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা। এই সিদ্ধান্তে অবশ্য স্পষ্টতই অখুশি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সাফাক মহম্মদ। এঁর পূর্বপুরুষরা পাকিস্তান থেকে এসেছিলেন। ভারতের অভিযোগ সেই জন্যই ইউরোপিয়ান ইউনিয়নের এই সদস্যের ভারত বিরোধিতা।Spread the love