দু’দিন আগে নির্বাচনে শান্তি বজায় রেখে সব নাগরিক যাতে নিজের ভোট নিজেরাই দিতে পারেন সেই আবেদন জানিয়ে ট্যুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর । বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচনের ঠিক একদিন আগে সাংবাদিক সম্মেলন করে সেই একই আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “আর ২ দিন পর প্রথম দফার নির্বাচন। আমি প্রত্যেককে অনুরোধ করছি, সবাই যেন নিজের ভোট দেওয়ার অধিকারকে কার্যকর করেন। কোনও ভয় না পেয়ে, পক্ষপাতিত্ব না করে ভোট দিন। আমি আশ্বস্ত করছি, তাঁরা ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবেন। গণতন্ত্রে ভোটদানই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং অধিকার।”
আমরা এর আগে রাজ্য-রাজ্যপাল বিতর্ক, বিবসাদ বহু বিষয়ে দেখেছি। রাজ্যপাল বারবার রাজ্যের আইনশৃংখলা নিয়ে মুখ্যমন্ত্রী মামসাটা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন। বিভিন্ন ইস্যুতে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের রাজভবনে ডেকে পাঠিয়েছেন। এই নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের বিবাদ রাজ্যবাসীর জানা ঘটনা। তবে নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যপাল নীরব ছিলেন। দুদিন আগে ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে সেই ট্যুইটে ট্যাগ করে রাজ্যপাল লেখেন, “অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সাংবিধানিক দায়বদ্ধতা। সমস্ত থানার ওসি, আইসিদের রাজনৈতিক নিরপেক্ষ থাকা জরুরি। সন্ত্রাস ও তার জন্য সীমালঙ্ঘন শাস্তিমূলক অপরাধ হিসেবে নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া উচিত। গণতন্ত্রের পুস্প বিকশিত তখনি হয় যখন মানুষ অবাধে , নির্ভয়ে ভোট দিতে পারেন।”
প্রসঙ্গত রাজ্যপালের ট্যুইট করে এই উদ্বেগ প্রকাশের কারণ বর্ধমানে বোমা বিস্ফোরণে সাত বছরের শিশু মৃত্যু। এই জাতীয় ঘটনা যাতে আর না ঘটে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল সেই আবেদন করেন। রাজ্যপাল রাজ্যের শান্তি ও সুস্থিতির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের নানান সময় নানান বিতর্ক হয়েছে। তবে রাজ্যপাল যে নিজের ভূমিকা থেকে যে সরে যাননি প্রথম দফা নির্বাচনের আগে সাংবাদিক সম্মেলন করা তারই প্রমাণ।