অসমে ভোট চলছে শান্তিপূর্ণভাবে, বেলা ১১টা পর্যন্ত পড়েছে ৩০.৫৩ শতাংশ

অসমে পাঁচ আসনে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে চলছে। কয়েকটি পোলিংস্টেশনে ভোটিং মেশিনে গোলযোগের সৃষ্টি হলেও পরবর্তীতে সেগুলি মেরামত করে পুনরায় ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য নির্বাচন দফতরের খবর, বেলা ১১টা পর্যন্ত ওই চার আসনে গড়ে ৩০.৫৩ শতাংশ ভোটদান হয়েছে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবরে জানা গেছে। ভোট চলছে পাঁচ আসন যথাক্রমে ১ নম্বর করিমগঞ্জ (তফশিলি জাতি সংরক্ষিত), ২ নম্বর শিলচর, হাফলং ও কারবি আংলংকে নিয়ে তফশিলি জনজাতি সংরক্ষিত ৩ নম্বর ডিফু, ৮ নম্বর মঙ্গলদৈ এবং ১০ নম্বর নগাঁওয়ে। বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত হিসাব অনুযায়ী করিমগঞ্জে ভোট পড়েছে ২২.৭০, শিলচরে ২৭.০৫, ডিফুতে ২৮.৯০, মঙ্গলদৈয়ে ৩০.৭৭ এবং নগাঁওয়ে ১৮.০৬ শতাংশ ভোট। আজ সকাল সাতটা থেকে দ্বিতীয় পৰ্যায়ের লোকসভা নিৰ্বাচনের ভোটগ্ৰহণ শুরু হষ়েছে। সকাল থেকেই প্রাষ় প্রতিটি পোলিং স্টেশনের বাইরে ভোটারদের লাইন চোখে পড়ার মতো নিজের নিজের গণতান্ত্ৰিক অধিকার সাব্যস্ত করতে বেরিয়ে এসেছেন ভোটাররা। মহিলা এবং নতুন ভোটারদের মধ্যে বিরাজ করছে অতিরিক্ত উৎসাহ। অসমের পাঁচ আসনে ৮,৯৯২টি ভোটকেন্দ্রে পুরুষ ৩৫,৫৪,৪৬০, মহিলা ৩৩,৫৫,৯৪২ এবং তৃতীয় লিঙ্গের ১৮০-সহ মোট ৬৯,১০,৫৯২ জন ভোটার ৫০ জন প্ৰাৰ্থীর রাজনৈতিক ভাগ্য নিৰ্ণয় করবেন। তাঁদের মধ্যে নির্বাচনি ময়দানে রয়েছেন তিন মহিলা এবং ১৯ জন নিৰ্দলীয় প্ৰাৰ্থী। প্রসঙ্গত, এই পাঁচ আসন বর্তমানে মঙ্গলদৈ এবং নগাঁও বিজেপির দখলে থাকলেও কংগ্রেসের দখলে রয়েছে শিলচর এবং ডিফু। করিমগঞ্জ রয়েছে এআইইউডিএফ-এর দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.