চলতি বছরের শেষেই ভারতে বসবে জি ২০ সম্মেলন। তার আগে বৃহস্পতিবার জি ২০ কালচার ওয়ার্কিং গ্রুপের বৈঠক ছিল। সেখানেই সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, ‘যেভাবেই পেয়ে থাকুন না কেন, ভারতের কোনও প্রাচীন জিনিস থেকে থাকলে তা স্বেচ্ছায় ফেরত দিন।’
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যদি ভারত থেকে ৫০ বা ১০০ বছর আগে এমন কোনও দ্রব্য লুঠ হয়ে থাকে, আর তা যদি বর্তমানে কোনও যাদুঘরের তলায় পড়ে থাকে, তাহলে তা স্বেচ্ছায় ফেরত দেওয়া উচিত।’
মন্ত্রীর দাবি, এত বছর আগে নেওয়া কোনও দ্রব্য চুরি করা হয়েছিল কি না, তা এখন প্রমাণ করা সম্ভব নয়। তাই যেভাবেই নেওয়া হয়ে থাক না, তা যেন অবিলম্বে ফেরত দেওয়া হয়। আর যাদের কাছে এমন জিনিস রয়েছে, তাদেরকে প্রথমেই জানাতে হবে কোথা থেকে সেটি নেওয়া হয়েছিল।
সংস্কৃতি বিষয়ক এই বৈঠকে যোগ দিতে বিশ্বের ২০ টি দেশ থেকে এসেছেন ৫০ জন প্রতিনিধি। ৪ দিন ধরে এই বৈঠক চলবে। তারই প্রথম দিনে বক্তব্য পেশ করেন মন্ত্রী। সেই প্রতিনিধিদেরও মন্ত্রী বলেন, সংস্কৃতির ইতিহাসের অন্ধকার দিকগুলির কথাও মনে রাখা প্রয়োজন। একসময় যে লুঠ, দাসত্ব ছিল, সে কথা উল্লেখ করেন তিনি।