চোখের আলোয় দেখে ছিলেম চোখের বাহিরে – বাংলা ছাড়িয়ে সুদূর উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতী
আমরা সকলেই জানি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় “বিশ্ব ভারতী” শান্তিনিকেতনের একটি বড় ঐতিহ্য।আগামী দিনে এই বিশ্ববিদ্যালয় উত্তরাখন্ডে খুলতে চলেছে প্রথম ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের সংবাদানুযায়ী ’10 ই জুন’ এই প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন নির্বাহী পরিষদ। সূত্র মতে এই ক্যাম্পাস নৈনিতাল জেলাতে অবস্থিত রামগড়ে নির্মিত হবে। বিশেষজ্ঞগণের দাবি অনুযায়ী 1914 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছুটিতে তার পরিবার নিয়ে বেশ কিছুদিন কাটিয়েছিলেন এবং সেই সময়ে বেশ কিছু লেখা তিনি লিখেছিলেন রামগড়ে বসে। সেই বিশ্বকবির সম্মানেই এই শুভ কার্য হতে চলেছে।
https://www.telegraphindia.com/west-bengal/visva-bharati-satellite-centre/cid/1780945
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর এই প্রকল্পটি তত্ত্বাবধান করছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনীত প্রার্থী দুলাল চন্দ্র ঘোষ বলেছেন “এটি একটি দুর্দান্ত সংবাদ, বিশ্বভারতী শান্তিনিকেতনের বাইরে তাদের প্রথম ক্যাম্পাস খুলতে চলেছে রামগড়ে”। এখানে মূলত গ্রামীন উন্নয়ন এবং সামাজিক কাজের উপর স্নাতক ও স্নাতকোত্তর কোর্স করানো হবে।
#সিংহবাহু