শীতের কামড় তো আছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে দাপট বাড়ছে কুয়াশার। রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় একই রকম পরিস্থিতি। গত কয়েকদিনের মতো শনিবারও দিল্লি ছিল ঘন কুয়াশায় ঢাকা, এমন ভাবে কুয়াশাচ্ছন্ন ছিল যে সূর্যের মুখ দেখাই ভার! এদিন দিল্লি ছাড়াও, পঞ্জাবের অমৃতসর, উত্তর প্রদেশের লখনউ, হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট প্রভৃতি শহর ছিল ঘন কুয়াশায় ঢাকা। ভারতীয় আবহওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শনিবার দিল্লি, লখনউ এবং অমৃতসরে দৃশ্যমানতা ছিল শুন্য। ১৭ জানুয়ারিও এমন কুয়াশা থাকবে। ১৮ জানুয়ারির পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
কুয়াশাচ্ছন্ন দিল্লিতে এদিন বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। রাজধানীতে আসা ও যাওয়া এমন অনেক বিমান কুয়াশার কারণে বিলম্ব হয়েছে। বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচলও। কুয়াশার কারণে অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করায়, যানজটের সৃষ্টি হয়। কুয়াশার পাশাপাশি এদিন দিল্লির বাতাস ছিল দূষিত। এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৯২। আইএমডি জানিয়েছে, শনিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ দিল্লির পালমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সফদরজংয়ে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ১৮ জানুয়ারি সকালের মধ্যে উত্তর ভারতজুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
2021-01-16