কংগ্রেস পার্টির কিছু নেতাদের কাছে দেশের সেনা গুন্ডা অন্যদিকে পাথরবাজরা ভাই, দিক ভ্রমিত হওয়া যুবকে পরিণত হয়। এমনকি আন্তর্জাতিক আতঙ্কবাদিকেও কংগ্রেস পার্টির নেতারা সন্মান দিয়ে কথা বলে। অন্যদিকে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী কংগ্রেস পার্টির নেতার কাছে আতঙ্কবাদী হয়ে যায়। স্মরণ করিয়ে দি, কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আতঙ্কবাদী মাসুদ আজহারকে, মাসুদ আজহারজি বলেছিলেন।
আর এখন কংগ্রেসের আধিকারিক প্রবক্তা লাইভ টিভি ডিবেটের সময় দেশর প্রধানমন্ত্রীকে আতঙ্কবাদী বলে দিয়েছেন যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস প্রবক্তার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এটা সেই কংগ্রেস পার্টি যারা মাসুদ আজহারের জন্য সম্মানীয় শব্দ জি ব্যাবহার করেছিল। আর এখন সেই কংগ্রেসের প্রবক্তা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক শব্দ ব্যবহার করেছে।
ডিবেটের সময় কংগ্রেসের প্রবক্তা প্রধানমন্ত্রী মোদীকে মাসুদ আজহার, ওসামা বিন লাদেন, দাউদ ইব্রাহিম লাদেন বলে তুলনা করতে শুরু করেছিল। পাঠকদের জন্য সেই ভিডিও দেওয়া হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস দেশের প্রধানমন্ত্রীর জন্য যে ভাষা ব্যবহার করেছে এমন ভাষা কখনো আতঙ্কবাদীদের জন্যে করেনি। কংগ্রেস রাজনীতি করতে গিয়ে এতটাই নীচে নেমে গেছে যে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক কথা বলতেও আটকাচ্ছে না। কংগ্রেসের নেতারা এখন নিজের সীমা পেরিয়ে লাগাতার খোলাখুলি প্রধানমন্ত্রীকে গালিগালাজ দিতে শুরু করেছে।