ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত! যদিও মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, বঙ্গে কোনও হিংসা নেই। তবে ফের সন্ত্রাস নিয়ে সরব বিজেপি। এবার সন্ত্রাসের প্রতিবাদে বাঁকুড়া জেলার বিজেপি মহিলা মোর্চাকে সাথে নিয়ে রাস্তায় নামলেন বিধায়িকা চন্দনা বাউরী। তিনি বলেন, ‘এখনও হিংসা চলছে, মহিলারা ধর্ষিত হচ্ছেন, চোখ বুজে আছেন মুখ্যমন্ত্রী’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি কটাক্ষ করে চন্দনা বলেন, “ভোট পরবর্তী হিংসা তা এখনও চলছে, চার দিকে নারীদের উপর অত্যাচার হচ্ছে। কোথাও বা মহিলাদের উপর চলেছে ধর্ষণ এবং অত্যাচার। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রমণের শিকার হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিভিন্ন জায়গাতে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের যারা কার্যকর্তা তাদের খুন করা হচ্ছে। এর প্রতিবাদেই যুব মোর্চার পক্ষ থেকে আমাদের এই বিক্ষোভ ছিল।”
পাশাপাশি তিনি আরও বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী তো কিছুই দেখতে পাচ্ছেন না, তিনি বলছেন না কোন কিছুই হয়নি। কিন্তু আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি, অনেকে এখনও পর্যন্ত বাড়ি ছাড়া। কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। মাননীয়া তাও কিছু দেখতে পাচ্ছেন না।”
2021-08-15