কাশ্মীরে ৩৭০ ও ৩৫ এ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন ৪১ জন বিদ্বজ্জন। যে সমস্ত বিদ্বজ্জনেরা কেন্দ্রীয় সরকারে চিঠি পাঠালেন, তার মধ্যে উল্লেখযোগ্য অধ্যাপক রাধারমন চক্রবত্তী, অধ্যাপক অচিন্তা বিশ্বাস, অঞ্জু সাহা, ড: অশোক রায়, রন্তিদেব সেনগুপ্ত, ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পাল সহ ৪১ জন বুদ্ধিজীবি।
দেশজুড়ে গনপিটুনি সহ একাধিক ইস্যুতে অপর্না সেন ও কৌশিক সেনরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। তারপর সেই চিঠিকে কেন্দ্র করে বির্তকও তৈরি হয়। এই চিঠির পালটা বিজেপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবি কঙ্গনা রানাওয়াত, প্রসূন যোশী, মধুর ভান্ডারকর প্রমূখ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান। কিন্তু এদিনের চিঠি সেই পত্রবার্তা থেকে সম্পূর্ণ পৃথক বলে দাবি করেছেন বিদ্বজ্জন এদের একাংশ। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন,” আজ সত্যি একটা ঐতিহাসিক দিন। এই দিনেই জম্বু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ A ধারা বাতিল। একটা শাহসী পদক্ষেপ। এটা খুবই দরকার ছিল।”