অবশেষে, সুপ্রিম কোর্ট সাজা শোনালো বিজয় মালিয়ার। জানা গিয়েছে, সোমবার শীর্ষ আদালত থেকে সাজা শোনানো হয়েছে খবর। আদালত অবমাননা এবং আদালতের কাছ থেকে তথ্য গোপন করার দায়ে বিজয় মালিয়াকে চার মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকার জরিমানা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও, সুদ-সহ ৪০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, চার সপ্তাহের মধ্যেই জরিমানা জমা করতে বলা হয়েছে।
শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট সাজা ঘোষণার সময় জানিয়েছে, বিজয়া মালিয়া যদি সময় মতো জরিমানা জমা না দেয়, তাহলে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশিকায় জানিয়েছে, বিজয় মালিয়া নির্দেশ অমান্য করে তার সন্তানদের কাছে প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠিয়েছে। কিন্তু তাকে ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বারবার করে নির্দেশ অমান্য করা সত্ত্বেও কোন রকমের ভ্রুক্ষেপ হয়নি বিজয়ের। সেই কারণে সুপ্রিম কোর্ট তাকে এই সাজা দিয়েছে বলে খবর। এখানে জানিয়ে রাখি, ৬, ২০০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ রয়েছে বিজয়ের।
সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেতা জানিয়েছেন, এখনও পর্যন্ত ঋণখেলাপি মামলায় অভিযুক্ত এবং পলাতক ব্যবসায়ী নীরব মোদী, বিজয় মালিয়া এবং মেহুল চক্সীদের কাছ থেকে কেন্দ্র উদ্ধার করেছে মোট ১৮ হাজার কোটি টাকা। এর মধ্যে থেকে বিজয় মালিয়ার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে প্রায় নয় হাজার কোটি টাকারও বেশি।
2022-07-11