পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তির জবাব দিতে শনিবারই এলওসিতে আখনুর সেক্টরের বিপরীতে পাক সেনা গুঁড়িয়ে দেয় ভারত৷ একটি ভিডিও প্রকাস্যে এসেছে যেখানে দেখা গিয়েছে, পাকিস্তানি পতাকা উল্টো করে রাখা রয়েছে (যা আসলে এমারজেন্সির বার্তা দিচ্ছে) ধ্বংস হয়ে যাওয়া ওই ঘাঁটিতে৷
প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, গতকাল রেকর্ড করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাকিস্তানি পতাকা উল্টো করে ঝোলানো রয়েছে আখনুর সেক্টরের মুখোমুখি৷ এখানেই শনিবার শত্রুঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় ভারতীয় সেনা৷
পুলওয়ামা হামলার পর গত একমাসে বহুবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ যার কড়া জবাব দিয়েছে ভারতও৷ বৃহস্পতিবার সকালে অন্তত ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানা যায়। রিপাবলিক ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাশ্মীরের সুন্দরবণী সেক্টরের সীমান্তের ওপারে পাকিস্তানের আর্মি ব্রিগেডের হেডকোয়ার্টারে ১২টি কফিন নিয়ে যেতে দেখা যায়।
পাকিস্তান দুটি MI 17 হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে ওইসব কফিন। হেলিকপ্টারে করে পাক সেনার দেহ রাওয়ালপিণ্ডিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের দুই সেনা অফিসার এবং ১০ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। অন্তত ২২ জন পাক সেনা আহত। বারবার গুলি চালানোর জবাব দিতেই ভারতীয় সেনা বদলা নেয়।
অন্যদিকে, রবিবার সকালে পাক গুলিতে শহিদ হন এক জওয়ান। গতকাল রাতে পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘন করে পাকিস্তান৷ আশঙ্কাজনক অবস্থায় হরি ওয়াকার নামের ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি৷