মোদী রাজ্যের থেকে সুশাসনের পাঠ নিতে চায় বাম শাসিত কেরল। সেই লক্ষ্যেই গুজরাতে প্রতিনিধি দল পাঠালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সরকারি প্রকল্প কীভাবে কার্যকর হয়, সরকারি প্রকল্পের সুবিধা কীভাবে সাধারণ মানুষদের মধ্যে পৌঁছে দেয় বিজেপি সরকার, সেসব খুঁটিনাটি শিখবেন কেরল সরকারের প্রতিনিধিরা।
ইতিমধ্যেই খোদ মুখ্যসচিবের নেতৃত্বে গুজরাতে পৌঁছে গিয়েছে কেরল সরকারের দুই সদস্যের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের দফতর ঘুরে দেখবেন। শিখবেন মোদীর রাজ্যের উন্নয়নের মডেলের খুঁটিনাটি। গুজরাত উন্নয়নে নজরদারির যে মডেল তৈরি করেছে তা অন্য রাজ্যের থেকে আলাদা বলে দাবি। অনেক নিচুতলার অফিসের কাজও মুখ্যমন্ত্রী নিজের সুবিধামত সময় দেখে নিতে পারেন। প্রয়োজনে সেখানকার কর্মী-অফিসারদের সঙ্গে কথা বলতে পারেন। সে সবই হাতেকলমে শিখবেন বিজয়নের প্রতিনিধিরা।
রাজনীতির ময়দানে সিপিএম ও বিজেপি প্রতিদিন একে ওপরের মুণ্ডপাত করে। এমন সময় বিজেপি শাসিত গুজরাতে সুশাসন শেখার পাঠ নিতে অফিসারদের পিনারাই গুজরাতে পাঠানোয় এই গরমে রাজনীতির উত্তাপও সমানতালে চড়ছে। পথে নেমেছে বিরোধী কংগ্রেস। তাদের বক্তব্য, বছর শেষে গুজরাতে বিধানসভার ভোট। এমন সময় অফিসারদের ওই রাজ্য পাঠিয়ে বিজেপি সরকারকে সংশাপত্র দেওয়ার ব্যবস্থা করেছেন পিনারাই।
বিজেপি অবশ্য বাম সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছে, কেরল মডেল ব্যর্থ। তাই কেরলে এবার উন্নয়নের জন্য গুজরাট মডেল চালু হওয়া উচিত। বামেরা বলছে, মতাদর্শগতভাবে তাঁরা ভিন্ন মেরুতে অবস্থান করলে কী হবে, রাজ্য এবং রাজ্যের মানুষের উন্নয়নের প্রশ্নে একে অপরের পরিপূরক হওয়াই যায়। সরকারের সিদ্ধান্ত নিয়ে বাম নেতাদের আরও সাফাই, মতাদর্শ কখনও সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে না।