করোনা (Corona) পরিস্থিতিতে সংসদের উভয় কক্ষের সকল সাংসদদের এগিয়ে আসার আহ্বান জানালেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Bankaiya Naidu)। সকল সাংসদদের উদ্দেশ্য করে লেখা চিঠিতে বেঙ্কাইয়া জানান, করোনা (Corona) মোকাবিলা সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে দেশের বেসরকারি সংস্থাগুলিও। করোনা (Corona) মোকাবিলায় আর্থিক সাহায্যও একান্ত প্রয়োজন। ফলে সকল সাংসদদের উচিত নিজেদের সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দান করা সরকারকে। এই বিষয়ে পরিসংখ্যান মন্ত্রক সাংসদদের পথ দেখাতে পারে।উল্লেখ করা যেতে পারে, এর আগে শুক্রবার নিজের এক মাসের বেতন দান করেছিলেন উপ-রাষ্ট্রপতি।প্রসঙ্গত গোটা দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা ৯৫০ ছড়িয়ে গিয়েছে।
2020-03-29