পয়লা এপ্রিল থেকে ব্যাঙ্কিং সেক্টরে বড়সড় বদল আসতে চলেছে ৷
পাসবই, চেকবুক ও এটিএমে আসতে চলেছে বদল ৷
তিনটি সরকারি ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে তবে এরফলে গ্রাহকদের কোনও সমস্যায় পড়তে হবেনা ৷
দেশের বেশ কয়েকটি মিডিয়ায় প্রকাশিত খবরের থেকে জানা গিয়েছে বিজয় ব্যাঙ্ক, দেনাব্যাঙ্ক আগামী ১ এপ্রিল থেকে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে মিশে যাচ্ছে ৷
এরফলে কোনও ভাবেই গ্রাহকদের কোনও রকমের অসুবিধা হবেনা ৷ এর আগেও স্টেট ব্যাঙ্কের সঙ্গে বেশ কয়েকটি সরকারি ব্যাহ্ক মিলেমিশে গিয়েছিল ৷
২০১৬ সালেই সরকারি ব্যাঙ্কের সংখ্যা কমানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৷ যার ফলে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ২১ থেকে কমিয়ে ১০-১২ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই লক্ষ্যেই কাজ চলছে বলেই জানা গিয়েছে ৷
১ এপ্রিল থেকে বিজয় ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, দেনাব্যাঙ্কের সমস্ত নথি ও কাজ কারবার ব্যাঙ্ক অফ বরোদার নামেই হবে সঙ্গে সঙ্গেই এই তিন ব্যাঙ্কের বর্তমান গ্রাহকের ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকে পরিণত হয়ে যাবে ৷