ভারতীয় লেখক প্রয়াত নীরদ সি চৌধুরীর বিভিন্ন মূল্যবান সামগ্রী ও স্মারক চুরি হয়ে গেল দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাব থেকে। জানা গিয়েছে, ওই ক্লাবে ওই সমস্ত সামগ্রী ও স্মারক রাখা হয়েছিল প্রদর্শনীর জন্য। ইতিমধ্যেই, আলিপুর আদালত ভবানীপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, ওই ক্লাব ভবানীপুর থানার অধীনে রয়েছে। সেই কারণে মুখ্য বিচারবিভাগীয় বিচারক শুভ্রসোম ঘোষাল, ভবানীপুর থানাকে তদন্ত করে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর, নীরদ সি চৌধুরীর ওই সমস্ত সামগ্রী দক্ষিণ কলকাতার ওই ক্লাবকে দেওয়া হয়েছিল একটি প্রদর্শনীর জন্য। এই প্রসঙ্গে প্রয়াত লেখকের ছেলে পৃথ্বীনারায়ণ চৌধুরী জানিয়েছেন, ‘একটি চুক্তির মাধ্যমে ওই প্রদর্শন করা হয়েছিল। বাবার সমস্ত স্মারক, মেডেল ও দুষ্প্রাপ্য কিছু বই ছিল তালিকায়। বলা হয়েছিল, সব কিছু কড়া নিরাপত্তার মধ্যে রাখা হবে। কিন্তু পরে দেখা যায়, বেশ কিছু বই ও দুষ্প্রাপ্য স্মারক চুরি হয়ে গিয়েছে।’ গোটা ঘটনাকে ঘিরে ক্লাব কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা নাকি কোন রকমের সহযোগিতা করেনি বলে জানিয়েছেন, পৃথ্বীনারায়ণ চৌধুরী।
জানা গিয়েছে, যে সমস্ত জিনিসপত্র চুরি গিয়েছে তার মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা। লেখকের ছেলে আলিপুর আদালতে এই গোটা বিষয়টির হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেন। ইতিমধ্যেই, চুরি সত্যতা প্রমাণিত হয়েছে বলে জানা গেছে। বিচারক এই অভিযোগকে এফআইআর হিসেবে দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আগামী ২৫ শে এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।
2022-04-06