আমি একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ, যে করোনা মহামারীর ফলে চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত। আজ ভ্যাক্সিন নিয়ে কিছু নিজস্ব অভিজ্ঞতা বলতে এলাম, পড়ার অনুরোধ রইলো…

১) আমি গর্বিত বাঙালী ।

২)আমাদের রাজ্য উন্নয়নের শিখরে(এগিয়ে বাংলা)।

3)মদ দুয়ারে পৌঁছালেও রেশন বা ভ্যাক্সিন দুয়ারে এলো না !!! কারণটা বোঝার দরকার আছে ।

৪) রেশন নিয়ে সময় নষ্ট করে লাভ নেই । এই মুহূর্তে সরকারের ওতে শুধু খরচ ,রোজগার নেই । রইলো বেঁচে ভ্যাক্সিন ! ব্যাস খেলা শুরু !😊

৫) আমি ৩ মাস ধরে সরকারের কিছু এজেন্টদের কাছে বিনামূল্যে ভ্যাক্সিনের জন্য আবেদন করলাম । দুরন্ত ভাবে তারা দেশের তৈরী ভ্যাক্সিনকে প্রত্যাখ্যান করলো । ৩ দিন আগে দেখলাম তারা সবাই ভ্যাক্সিনের প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়ে বসে আছে ।

৬) আমার পুরো পরিবারের নথিপত্র জমা করেছিলাম ওদের কাছে, কিন্তু গতকাল বললো অনলাইন ছাড়া কাজ হবে না ! এতে কি বোঝা গেলো?

৭) সরকারের সমর্থকরা একমাত্র ভ্যাক্সিন পেয়েছে বিনামূল্যে । টুইস্ট হোলো এদের অধিকাংশেরই কোনো মেসেজ আসে নি ! এবার দেবাঞ্জন এর পদার্পন হোলো । 😁

৮) এরকম অনেক দেবাঞ্জন সারা রাজ্যে হয়তো লক্ষ লক্ষ মানুষকে ভ্যাক্সিন দিয়ে দিয়েছে @ জল বা অন্য কিছু দিয়ে (কেন্দ্রের দেওয়া ফ্রী ভ্যাক্সিন প্রাইভেট হাসপাতালে যাবে বিক্রির জন্য @ কিছু অনুপ্রাণিত চোর জড়িত) ।

৯) এতে কোনো ধরনের চক্রান্ত আছে কিনা বোঝা মুশকিল । তবে এদের দিয়ে রাজ্যের চোর গুলো ( নেতা বলা লজ্জার) কামাই করছে সবাই বোঝে আর জনগণ খুব খুশী ।😄

১০) সব থেকে বড় প্রশ্নঃ :– আমাদের মাননীয়া কি জানেন না ?

মনে হয় উনি অপারগ !
😂

বাক্তিগত ভাবে সংগৃহীত

সিটিজেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.