ভেঙে পড়ল ত্রাণ নিয়ে যাওয়া হেলিকপ্টার

বিপত্তির মাঝেই ঘটল অঘটন৷ ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় মাঝরাস্তাতেই ভেঙে পড়ল হেলিকপ্টার৷ উত্তরাখণ্ড বন্যায় ভাসছে৷ সেই বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল চপারটি৷ চপারে তিনজন ছিলেন বলে জানা গিয়েছে৷ তাঁরা নিখোঁজ৷

উত্তরকাশী জেলার মোরি থেকে মোলডি যাওয়ার পথে চপারটি ভেঙে পড়ে৷ মঙ্গলবার বিকেলেই উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়৷

উত্তরকাশীর ম্যাজিস্ট্রেট জানিয়েছেন এখনও পর্যন্ত গোটা জেলায় ১৬ জন বন্যায় প্রাণ হারিয়েছেন৷ গত সপ্তাহেও মেঘ ভাঙা বৃষ্টি হয় উত্তরাখণ্ডে৷

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর ত্রাণ কার্যে নেমেছে৷ এছাড়াও রয়েছে স্থানীয়দের বিশেষ দল৷ মঙ্গলবার সানেল গ্রাম থেকে বেশ কয়েকটি দেহ উদ্ধার করা হয়৷

রবিবার থেকে টানা বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে৷ জেলার মাকুড়ি গ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্থ৷ বাড়িগুলি ভেঙে পড়ছে৷ এছাড়াও রাজ্যের আরাকোট, মাকুড়ি, মোলডা, সানেল, তিকোচি ও দ্বিচানু জেলাগুলির পরিস্থিতি ভয়াবহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.