উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার করে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এই প্রসঙ্গে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র এবং তথ্যমন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন গোটা জুলাই মাস ধরেই বলবৎ থাকবে এই নিয়ম।জনবহুল এলাকায় বাজার, দোকান, কার্যালয় বন্ধ থাকবে। কিন্তু এই নির্দেশিকা থেকে বাইরে রাখা হয়েছে ব্যাঙ্কগুলিকে।রাজ্য সরকারের এই নির্দেশ ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।এই মুহূর্তে উত্তর প্রদেশের ৫৫ ঘণ্টার লকডাউন চলছে।যা শেষ হবে সোমবার ভোর পাঁচটায়।
এর পাশাপাশি রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নির্দেশিকা জারি করে জানিয়েছেন সাপ্তাহিক শনিবার ও রবিবার লকডাউন চলাকালীন দোকানগুলোতে শোধনের কাজ চলবে।করোনা পরীক্ষা দৈনিক ৫০ হাজার করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন গুরুত্বপূর্ণ প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলের রাজ্যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম হলেও শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত লকডাউন থাকবে দেশের বৃহত্তম এই রাজ্যে। এর থেকে ছাড় দেওয়া হচ্ছে অত্যাবশ্যক এবং জরুরী পরিষেবাগুলিকে।