করোনা আক্রান্ত সন্দেহে ২ ব্যক্তিকে পরীক্ষা করতে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলো উত্তর প্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে (Moradabad)। স্থানীয় মুসলিম জনতা স্বাস্থকর্মী ও চিকিৎসকদের লক্ষ্য করে বাড়ির ছাদ থেকে ব্যাপক পাথর ছুড়তে থাকে। তাতে কয়েকজন আহতও হন। সেই ঘটনায় কড়া ব্যবস্থা নিলো যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশাসন। ইতিমধ্যেই মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিস, যার মধ্যে ১৩ জন মহিলা।
জানা গিয়েছে, গতকাল মোরাদাবাদের হাজী নেব মসজিদ এলাকায় যায় স্বাস্থকর্মী ও চিকিৎসকের একটি দল। তাঁরা এলাকার দুজন করোনা সন্দিগ্ধকে আনতে গিয়েছিলেন। কিন্তু এলাকায় ঢোকার পরেই তাদের ওপর পাথর ছোঁড়া হতে থাকে। মহিলারা ছাদের উপর থেকে ব্যাপক পাথর ছোঁড়া হয়। তাদের ছোঁড়া পাথরের আঘাতে কয়েকজন আহত হন। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই কড়া ব্যবস্থা নেয় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশাসন। অতিরিক্ত পুলিস বাহিনী এলাকায় যায়। অভিযুক্তদের চিহ্নিত করতে অভিযান চালায় পুলিস। মোট ২৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১৩ জন মহিলা। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি NSA আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশ পুলিস সূত্রে খবর, পাথর ছোঁড়ায় ১০০ জনের বেশি ব্যক্তি জড়িত ছিল। শীঘ্রই বাকিদের গ্রেপ্তার করা হবে।