দেখুন বাংলাকে উত্তরপ্রদেশ হতে না দেওয়ার সংকল্পে কিভাবে হার মেনেছে উত্তরপ্রদেশ..!!

দেখুন বাংলাকে উত্তরপ্রদেশ হতে না দেওয়ার সংকল্পে কিভাবে হার মেনেছে উত্তরপ্রদেশ..!!

তেইশ কোটি জনসংখ্যার দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের এই হারের জার্নিটা যোগী আদিত্য নাথের কঠিন ছিল ! ছিল না লকডাউনে লাল ইঁটে সাদা গোল গোল দাগ কেটে সপরিষদ রাস্তায় নেমে সোশ্যাল ডিস্ট্যান্সিং বোঝানো , ছিল না তিন কোটি বাড়ীর রাজ্যে আশা কর্মী দিয়ে ‘সাড়ে তিরিশ কোটি বাড়ী’ সমীক্ষার দাবী !
ছিল করোনার প্রথম ঢেউএর বেসামাল অবস্থাকে রাশ টানার সুচিন্তিত পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা ! হু(WHO) এর রিকার্ডো অফরিন যেটাকে তীব্র নিন্দা করে বলেছে ,”The UP government’s strategic response to COVID-19 by stepping up contact tracing efforts is exemplary and can serve as a good example for other states” !

দ্বিতীয় ঢেউ এসবের পাশাপাশি ছিল কোন করোনা রোগীকে সরকারি হাসপাতালে না ফেরানোর আদেশ , সরকারি হাসপাতালে জায়গা না হলেও নির্দেশ ছিল বেসরকারি হাতপাতালে ভর্তির , আর হাসপাতালের বিল সরকার নামক গৌরী সেনের মেটানোর ব্যবস্থা !

কন্ট্র্যাক্ট ট্রেসিং , টেস্টিং এবং আইসোলেশনের ব্যবস্থার জন্য 141610 টিম এবং 21242টি হেল্থ সুপারভাইসর , 97941টি গ্রামে ঘুরে যারা ট্রেস করেছে টেস্ট করেছে এবং পজেটিভ হলে ব্যবস্থা করেছে আইসোলেসনের ! মেডিসিন কিট দেওয়ার সঙ্গে দিয়েছে ডিজিস ম্যানেজমেন্টের উপদেশ ! হু এর তীব্র নিন্দায় যেটা ,”UTTAR PRADESH Going the last mile to stop COVID-19″!

উত্তরপ্রদেশ 340096 টি টেস্টে নতুন আক্রান্তের সংখ্যা 2024 , টেস্ট প্রতি মিলিয়ন 216716.4 , পজেটিভিটি রেট 0.5% (29 মে 2021) !
এগারো কোটির উন্নয়নের বাংলায় 63518 টি টেস্টে নতুন আক্রান্তের সংখ্যা 11514 , টেস্ট প্রতি মিলিয়ন 136687, পজেটিভিটি রেট 11% (29 মে 2021) !

Covid Management by Yogi Adityanath in UP, where Dr. M.C. Mishra, Ex-director, AIIMS talks about Covid, government response, Ayurveda and Yogi Adityanath. Here is the video link:

https://youtu.be/wosV7-Rozvc

অভিযান পাড়ুই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.