জিএসপিতে পুনরায় ভারতের অন্তর্ভুক্তি করাতে ট্রাম্পকে আর্জি

বাণিজ্যিক দিক থেকে দু’দেশের সম্পর্ক আরও সহজ করতে, জিএসপিতে (Generalized System of Preferences) পুনরায় ভারতের অন্তর্ভুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে আর্জি জানাল ৪৪ জন মার্কিন সাংসদ। জিএসপি আওতাভুক্ত দেশগুলোকে বাণিজ্যিক ব্যাপারে বিশেষ সুবিধা দেয় আমেরিকা। কিন্তু এই বছরের জুনে ভারতকে জিএসপি বাইরে বের করে দেয় আমেরিকা।

এদিন আমেরিকার বাণিজ্যিক প্রতিনিধি মন্ডলকে ২৬ জন ডেমোক্র্যাটিক ও ১৮ জন রিপাবলিকান সাংসদ চিঠি লিখে জানায়, আমাদের উৎপাদিত দ্রব্যগুলো বাজারে টিকিয়ে রাখতে হলে জিএসপি তুলে নেওয়া দরকার। এপ্রসঙ্গে জিএসপির এক্সজিকিউটিভ ডিরেক্টর (Executive Director) ডেন অ্যান্থনি বলেন, ভারত থেকে জিএসপি তুলে নেওয়ার পর আমেরিকার বিভিন্ন কোম্পানিগুলো আমদানিতে যে ক্ষতি হচ্ছে তা বারবার তুলে ধরেছেন।

অন্যদিকে মার্কিড রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ২২ সেপ্টেম্বর হিস্টনে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে জিএসপি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হবে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, সেখানে মোদী পুনরায় জিএসপি ফেরানোর জন্য ট্রাম্পের কাছে আবেদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.