শরজিল তেরে স্বপ্নেকো হাম মনজিল তাক পৌছায়েঙ্গে স্লোগান তোলা উর্বশী ও ৫০জনের বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা রুজু

১লা ফেব্রুয়ারি মুম্বইয়ের আজাদ ময়দানে শরজিলের সমর্থনে যে স্লোগান উঠেছিল তা পুলিশের নজরে এসেছিল | দেশ বিরোধী সে স্লোগানের যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতে শোনা গিয়েছিল এক মহিলা কন্ঠ | কিন্তু ছবিতে দেখা যায়নি তাকে | হন্যে হয়ে খুঁজছিল মুম্বই পুলিশ সেই মহিলা কন্ঠের নারীকে | শেষ পর্যন্ত মু্ম্বই পুলিশ দেশদ্রোহিতার মামলা রুজু করল সেই মেয়ের বিরুদ্ধে | নাম উর্বশী চুড়াওয়ালা | এম এর দ্বিতীয় বর্ষের ছাত্রী | মামলা রুজু হলেও বেপাত্তা ওই ছাত্রী | খবর ছড়িয়ে পড়ার আগেই রাতারতি ফেসবুক প্রোফাইল ডিলিট করে গা ঢাকা দিয়েছে সে |

ইয়েস ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক উর্বশী নাম লিখিয়েছিল সোশ্যাল রিফর্মের জন্য | সোশ্যাল মিডিয়াতে এখন উর্বশীর সেই পোস্টের নীচেই এখন নেটিজেনদের জিজ্ঞাসা এই দেশদ্রোহী উর্বশীই কি ইয়েস ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ?তবে শুধু উর্বশী একা নয় | তার সঙ্গে আরো ৫০জনের বিরুদ্ধে দেশদ্রোহীতা সহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে |ইয়েস ফাউন্ডেশন ছাড়াও টিআইএসএসের ক্যুইর কালেকটিভের সক্রিয় মেম্বার ছিলেন উর্বশী|আজাদ ময়দানের শরজিলের সমর্থনে এলজিবিটিকিউয়ের জমায়েতের পর উর্বশীর সোশ্যাল মিডিয়ায় নজরদারি শুরু করে পুলিশ | এর মাঝেই দেশদ্রোহী স্লোগানের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় শিবসেনা সরকার | হিন্দুত্বের ধ্বজা ওড়ানো শিবসেনার ভূমিতে এহেন কাজে নিজেদের রাজনৈতিক জনপ্রিয়তা যাতে খারাপ হয়ে না পড়ে,তার জন্য নড়েচড়ে বসে স্বরাষ্ট্র দফতর |

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশ একটি সাংবাদিকদের কাছে বলেন, ভারত বিরোধী কোন কার্যকলাপ শিবসেনা কখনও বরদাস্ত করবে না | কারণ তার ঘটনার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেন ,মুম্বইয়ে এসব কি হচ্ছে? সরকার এগুলো বরদাস্ত করছে কেন ? স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বিজেপির সমালোচনা এড়ানোর জন্য পাশাপাশি বলেন,ফ্রি কাশ্মীর প্ল্যাকার্ড হাতে যে মেয়েকে দেখা গিয়েছিল সেই মাহেক মির্জা প্রভুর বিরুদ্ধে পদক্ষেপ করবে মহারাষ্ট্র পুলিশ | যদিও মাহেক পরবর্তীকালে পরিষ্কার করেন ভারতের থেকে নয়,বরং কাশ্মীরিদের কাশ্মীরে স্বাধীন জীবনযাপনের কথা বলেছেন তিনি |


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.