২০২১-এর ২ মে-র পর থেকে বিজেপি শুধু ভাঙনই দেখেছে। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়র মতো প্রথম সারির নেতারা পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। রাজ্যেরভ বিভিন্ন এলাকার কর্মীরাও শাসক দল মুখী। এর মধ্যেই উলট পুরাণ শিলিগুড়িতে। ৫০০ কর্মী নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শাসক দলের নেতা।
রাজ্য রাজনীতিতে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-র ঘনিষ্ঠ বলেই পরিচিত জয়দীপ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে তিনিই ৫০০ কর্মী-সমর্থক নিয়ে যোগ দেন বিজেপিতে। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন কোচবিহার জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়। স্বভাবতই এই উলট পুরাণ দেখে চমকে গিয়েছে ওয়াকিবহাল মহলও।
বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসাবে জয়দীপ বলছেন, ‘সৎ কর্মীদের তৃণমূলে কোনও স্থান নেই। আমাকে বহুবার ফাঁসানোর চেষ্টা হয়েছে। আমি লড়াই করেছি। কিন্তু শেষ পর্যন্ত না পেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম’।
উল্লেখ্য, ৫ মে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন শিলিগুড়িতে একটি সভা করবেন তিনি। এরপর অমিত শাহ ৬ মে কোচবিহারের তিনবিঘা এলাকায় যাবেন। আর ওনার সফরের আগে বিজেপির শক্তিবৃদ্ধি যে গেরুয়া শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।