এবার থেকে উত্তর প্রদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর জন্য কড়া নিয়ম আনল যোগী সরকার। রাজ্যের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর জন্য নতুন বিল এনেছে যোগী আদিত্যনাথ সরকার। ওই বিলের নাম দেওয়া হয়েছে ‘উত্তর প্রদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিল” (UPPU)। গত মঙ্গলবার এই বিল রাজ্যের মন্ত্রীমণ্ডল দ্বারা পেশ করা হয়েছে। ১৮ ই জুলাই থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনে এই বিলকে পেশ করা হবে।
এই বিল অনুযায়ী, এবার থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোকে একটি শপথ পত্র দিয়ে বলতে হবে যে, বিশ্ববিদ্যালয় কোন প্রকারের দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকবে না। এমনকি শপথ পত্রে এটাও জানাতে হবে যে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন প্রকারের দেশ বিরোধী কার্যকলাপ করতে দেওয়া যাবেনা। এর সাথে প্রতিষ্ঠানের নাম যেন কোন দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত না হয়। যদি এই নিয়ম পালন না হয়, তাহলে আইনের লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। এরপর সরকার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।
ওই বিলে বিশ্ববিদ্যালয় গুলোকে রাষ্ট্রীয় একতা, ধর্মনিরপেক্ষতা, সামাজিক কার্যকলাপ আর আন্তর্জাতিক সদ্ভাব বজায় রাখার জন্য আইন থাকবে। এর সাথে কাউকে কোন উপাধি দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় গুলোকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।
উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানান যে, সরকারের এই আইনের প্রধান উদ্দেশ্য হল যে, বিশ্ববিদ্যালয় গুলোতে শুধু যেন শিক্ষাই দেওয়া হয়। দেশ বিরোধী কার্যকলাপ না। যোগী সরকারের নিয়ম অনুযায়ী, উত্তর প্রদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে এবার থকে উপাচার্য নির্বাচন শুধু আচার্য করবেন। আচার্যের সাথে পরামর্শ করার পরেই উপাচার্যের নাম ঘোষণা করা হবে।