সীমান্ত বিবাদ ও উত্তেজনা মেটাতে ভারত(India)-চিনের (Chaina)মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠকও ফলপ্রসূ হল না। সূত্রের খবর, পিছু হটতেই নারাজ ভারত ও চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সীমান্ত বিবাদ ও উত্তেজনা কমাতে ভারত-চিনের মধ্যে সামরিক স্তরে বৈঠক চলছিলই। তার মধ্যেই ঘটে গিয়েছে গত ১৫ জুনের রক্তাক্ত সংঘর্ষের ঘটনা। তার পরেও এক দফা বৈঠক হয়েছে। কিন্তু সেনা সমাবেশ নিয়ে জট কাটেনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক বসে। ভারতীয় ভূখণ্ডের চুসুল পয়েন্টে মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া বৈঠক চলতে থাকে প্রায় ১২ ঘন্টা ধরে এবং শেষ হয় মঙ্গলবার রাত এগারোটা নাগাদ। সূত্রের খবর, তৃতীয় বৈঠকও ফলপ্রসূ হয়নি।
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় মে মাসের গোড়া দিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রচুর সেনা সমাবেশ করে চিন। ভারতও পাল্টা সেনা ও রসদ মজুত শুরু করায় ভারত-চিন সম্পর্কে টানাপড়েন শুরু হয়। উত্তেজনা বাড়ে গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। সেই পরিস্থিতি থেকে স্থিতাবস্থা ফেরাতে শুরু হয়েছিল কোর কমান্ডার পর্যায়ের বৈঠক। গত ৬ জুন প্রথম দু’পক্ষের মধ্যে সেই বৈঠক হয়। তার পর ১৫ জুন রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে উত্তেজনা চরমে ওঠে। সাময়িক ভাবে সেই সামরিক পর্যায়ের বৈঠক অনিশ্চিত হয়ে পড়লেও ২২ জুন ফের দু’পক্ষ আলোচনায় বসে। এরপর মঙ্গলবার ১২ ঘন্টা ধরে চলল তৃতীয় দফা বৈঠক।
2020-07-01