কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর ভারত বনধ্ ডেকেছে ৪০টির বেশি কৃষক সংগঠন৷ সেই ডাকে সমর্থন জানিয়েছে বাম, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলগুলি। তবে, সেই বন্ধ নাকি একেবারেই সফল হয়নি। ট্যুইটারে ট্রেণ্ডিং হল ‘ভারত খুলা হ্যায়’ অর্থাৎ ভারত খোলা আছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে বনধ্ ডেকে সরকার তথা প্রশাসনকে কড়া বার্তা দিতে চেয়েছিলেন অন্নদাতারা। সোমবার সকাল থেকেই বহুক্ষেত্রে বিক্ষোভ দেখাতে দেখা যায় কৃষক সংগঠন সহ একাধিক বামদলকে। তবে সার্বিকভাবে কি সত্যিই সফল হয়েছে বনধ্?
ট্যুইটারের ট্রেন্ড অন্তত তেমন ইঙ্গিত দিচ্ছে না। শুভম পাঠক নামক এক ট্যুইটার ব্যবহারকারী পোস্ট করেন, ‘আমার শহর সম্পূর্ণ খোলা রয়েছে৷ সুরাট ভারত বন্ধ সমর্থন করে না। ভারত খুলা হ্যায়’। অমিত সেন নামক এক ব্লগার আবার লেখেন, ‘সংযুক্ত কিষান মোর্চার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আজ আমাদের দেশ সম্পূর্ণ খোলা রয়েছে। যেখানে যেতে চান আপনি যেতে পারেন।কেউ আপনাকে আটকাতে পারবে না।’ প্রিন্স রাজ নামক আরেকজন আবার উত্তরপ্রদেশের একটি ভিডিও পোস্ট করেন। দেখা যায়, ‘নয়ডায় স্বাভাবিক ছন্দেই রয়েছে যান চলাচল।’