ভারতীয় মানচিত্র পরিবর্তন করার দরকার রয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেন, নতুন মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালুচিস্তান ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত।
৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার প্রসঙ্গে মঙ্গলবার এক কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, “আপনারা আমাদের সীমা নিয়ে কথা বলছেন। যা আপনাদের অধিকার নেই। ওনাদের সীমা আমাদের থেকে অনেক বড়। যেদিন পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালুচিস্তান ভারতের মানচিত্রের মধ্যে আসবে সেদিন তা সম্পূর্ণ হবে।”
কেন্দ্রীয় মন্ত্রী জম্মু-কাশ্মীর সীমার মধ্যে অবস্থিত গ্রামগুলোতে কেন্দ্রীয় যোজনা কার্যক্রম নিয়ে বলেন, আমরা বিপরীত চিন্তাধারার মানুষদের সঙ্গে নিয়ে বিবাদ মিটিয়ে একসঙ্গে পথ চলি। কাশ্মীর নিয়ে যেটা বলা হচ্ছে, সেটা মিথ্যে। আমরা কাশ্মীরিদের সবরকম ভাবে সাহায্য করছি। তাই কাশ্মীর সম্পূর্ণ আমাদের অধিকার।