করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।যে পাঁচ রাজ্যের অবস্থা সব থেকে খারাপ তার মধ্যে অন্যতম আম আদমি পার্টি শাসিত দিল্লি। রাজ্যের আর্থিক পরিস্থিতি চাঙ্গা করার জন্য লকডাউন শিথিল করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। পরিস্থিতি যে ভয়াবহ হতে চলেছে তা আঁচ করতে পেরে তিনি এই কথা বলেছিলেন। অবশেষে রবিবার তা বোঝা গেল।
নিজেদের কর্মীদের মাইনে দিতে অক্ষম দিল্লি সরকার।পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রের দ্বারস্থ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, কর্মীদের মাইনে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে ৫০০০ কোটি টাকার আর্থিক সাহায্য চাওয়া হয়েছে।প্রতিমাসে কর্মীদের মাইনে দিতে দিল্লি সরকারের খরচ হয় ৩৫০০ কোটি টাকা। বিগত দুই মাসে জিএসটি থেকে রাজ্য সরকারের আয় হয়েছে প্রতি মাসে ৫০০ কোটি টাকা। বিপর্যয় আইনের মাধ্যমে অন্যান্য রাজ্য আর্থিক সাহায্য হিসেবে যে ত্রাণ পেয়েছে কেন্দ্রের তরফ থেকে। সে রকম কোনও আর্থিক সহায়তা কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত পাইনি দিল্লি সরকার।
ইতিমধ্যেই আর্থিক সহায়তা চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর কাছে চিঠি দেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার দায়িত্বে রয়েছে দিল্লির অর্থমন্ত্রক। এদিন বর্ষীয়ান এই আম আদমি পার্টি নেতা আরও বলেন, করোনা ভাইরাসের জেরে লকডাউনের ফলে দিল্লির অর্থনীতি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজস্ব আদায়ের ওপর লকডাউনের প্রভাব পড়েছে। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী দুই মাসের জন্য রাজ্যের দরকার ৭০০০ কোটি টাকা। বিভিন্ন দিক থেকে রাজ্য সরকারের আয় হয়েছে মাত্র ১৭০০ কোটি টাকা। কেন্দ্রের কাছে ৫০০০ কোটি টাকার অর্থ সাহায্য চাওয়া হয়েছে।