বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে শেহলা রশিদ। সেনার বিরুদ্ধে মন্তব্য করে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ইস্যুকে কেন্দ্র করে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা এবার আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি দিলেন। পুলিশ মূলত অভিযুক্ত শেহলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লির উপরাজ্যপালের কাছে অনুমতি চেয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই উপরাজ্যপাল ভি কে সাক্সেনার এই প্রতিক্রিয়া।
অভিযুক্ত শেহলা রশিদ কাশ্মীরের বাসিন্দা। তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেত্রী তথা জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সহ-সভাপতি হিসাবেও পরিচিত। তিনি টুইটটি করেছিলেন ২০১৯ সালের আগস্ট মাসে। তারপরেই, তাঁর বিরুদ্ধে ওই বছরেই ৩রা সেপ্টেম্বর তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবী অলোক শ্রীবাস্তব।
এবার, সেই মামলাই গড়াল দিল্লির রাজ্যপালের অফিস পর্যন্ত। পুলিশ টুইট মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে শেহলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (১৯৭৩) ১৯৬ ধারার অধীনে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি চায় উপরাজ্যপালের কাছে। সেই অনুমতিতেই এবার উপরাজ্যপাল ভি কে সাক্সেনা সাড়া দিয়েছেন বলে জানা গেছে।